Advertise

গোলাপগঞ্জ প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৯ ০০:০৪

শিম গাছের সাথে এ কোন শত্রুতা!

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের সিরাজ উদ্দিন (সিরই মিয়া) নামের এক কৃষকের প্রায় এক বিঘা জমির শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী কৃষকের। শনিবার সকালে শিম ক্ষেতে গিয়ে এ চিত্র দেখতে পান তিনি।

কৃষক সিরাজ উদ্দিন (সিরই মিয়া) জানান, তিনি প্রায় এক বিঘা জমিতে শিমের চাষ করেছেন। গাছে শিম ধরতে শুরুও করেছিল। ফুলে ফুলে ভরে গিয়েছিলো গোটা ক্ষেত। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার শিম ক্ষেতের সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক সিরাজ উদ্দিন আমায় বিষয়টা অবগত করেছেন। তার অনেক ক্ষতি হয়েছে। তবে কারা এর সাথে জড়িত সেটি জানা যায়নি।


আপনার মন্তব্য

আলোচিত