শ্রীমঙ্গল প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৯ ২১:৪৮

শ্রীমঙ্গলে দুইদিনে ২৫.২ মিলিমিটার বৃষ্টি

ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেমে থেমে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

এই  দুইদিনে শ্রীমঙ্গলে মোট ২৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়।

পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম জানান, আজ রোববার বিকেল সাড়ে ৩ টা থেকে কিছু সময় মাঝারি ও ভারি বৃষ্টি হয়েছে।

তিনি জানান, আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত