ছাতক প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ০০:১১

ছাতকে বেশি দামে লবণ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতকে বেশি দামে লবণ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

তিনি জানান, সন্ধ্যায় ছাতক বাজারে বেশি দামে লবণ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে আলী ট্রেডার্সকে ১০ হাজার ও নিতাই স্টোরকে ১০ হাজার টাকা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ অর্থ দণ্ড প্রদান করা হয়।

বাজারে লবণের ঘাটতি নেই। গুজবে কান দিয়ে বেশি দামে লবণ কিনবেন না। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত