ছাতক প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৯ ২১:২৫

আ’লীগ নেতা মুকুটের বহিষ্কারের দাবিতে উত্তাল ছাতক

সাংসদ মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুটকে দল থেকে বহিষ্কার করার দাবি তুলেছে ছাতক উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ভাতগাঁও, দক্ষিণ খুরমা, উত্তর খুরমা ও দোলার বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উত্তাল হয়ে পড়েছে পুরো ছাতক।

পৃথক সভায়, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরুর "রক্তাক্ত একাত্তর সুনামগঞ্জ" বইয়ে উল্লেখিত ৭২ সালে দালাল আইনে গ্রেপ্তার নুরুল হুদা মুকুটের পরিবারের একজনকে রাজাকার উল্লেখ করে এবং ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ঢাকা ও সুনামগঞ্জে মিষ্টি বিতরণকারী উল্লেখ করে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামীলীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বক্তারা।

দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুন্দর আলী, আওয়ামী লীগ নেতা মাফিজুর রহমান, আজির উদ্দিন, ফয়েজ আহমদ, মনছর মিয়া, আছমান গনী, বদর উদ্দিন আহমদ, শাহিনুর রাজা চৌধুরী, ফারুক আহমদ সরকুম।

উপস্থিত ছিলেন, ছমরু মিয়া, শামিম আহমদ, নাসিরুদ্দিন মাষ্টার, পীর আমিনুল হক টুনু, সুন্দর আলী বুলবুল, এডভোকেট ছায়াদুর রহমান, সাজ্জাদুল ইসলাম, মানছাব আলী, আব্দুল কাদির, আব্দুল কাহার, আবুল কাশেম, পারভেজ আহমদ সরকুম, মুক্তিযোদ্ধা মছব্বির আলী, হুছন আলী, সমুজ আলী, মানিক মিয়া, জিল্লুর রহমান, আলা উদ্দিন, আহবাব মিয়া, রজব আলী, মখলিছুর রহমান, আব্দুর রশীদ, আকমল আলী, বদরুজ্জামান লিটন, মাহমুদ আলী, ডা. রিপন, মাসুক মিয়া, শাহাবুদ্দিন, সামসুজ্জামান, কামাল মিয়া, ইকবাল আলী, জামাল উদ্দিন, শামসু মিয়া, ইউপি সদস্য রাজন তালুকদার, আনর আলী, যুবলীগ নেতা, আবু হানিফা সায়মন, মিজানুর রহমান রাসেল, সুরেতাজ মিয়া, ইমরান হোসেন শামীম, ফয়সল আহমদ, সাজ্জাদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান ডালিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাকের রহমান বাবুল, কৃপেশ চন্দ, সমুজ আলী, এনামুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক উবায়দুর হক, মাহবুব আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান এমরান, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা পাবেল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত