সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৩২

মাউশি মহাপরিচালককে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। শনিবার রাতে সিলেট সার্কিট হাউসে তাকে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক শংকরানন্দ ভট্টাচার্য্য, সিলেট অঞ্চল কমিটির সভাপতি মো. আবুল হাশেম, সহ সভাপতি ঝলক রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চরিত্রবান সমাজপতি, সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক অলক রঞ্জন পাল, সদস্য নন্দকুমার সিংহ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত