সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৯ ২২:১৭

সিলেটে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমি আয়োজন

পথশিশুদের রাস্তার পাশে ভিক্ষা করতে কিংবা পথচারীদের বিরক্ত করতে দেখে অভ্যস্ত সাধারণত মানুষজন আজ একটু ব্যতিক্রমি দৃশ্য দেখলো। নগরীর কিন ব্রিজের নিচে দর্শনার্থীরা জড়ো হয়ে দেখলেন দরিদ্র অবহেলিত বঞ্চিত পথশিশুরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলাধুলায় অংশগ্রহণ করছে।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান `পথের প্রদীপ পাঠশালা`র উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় কিন ব্রিজের নিচে পথশিশুদের নিয়ে খেলাধুলা ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

পাঠশালার সংগঠক আমির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক নিরঞ্জন সরকার অপু, ফজলে রহমান চৌধুরী, ভাটেরা কলেজের শিক্ষক অপু কুমার দাস, মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, শিশু কিশোর মেলার সিলেট জেলার সংগঠক তানজিনা বেগম, সিলেট মিডিয়া ডট কমের সাংবাদিক আরিফুল ইসলাম, পথের প্রদীপ পাঠশালার সংগঠক সুমন আহমদ সাগর, নাঈম, আবু সাইদ, ইমরান,তোফাজ্জল, সুমন, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পথশিশুরা সমাজের বোঝা নয় তারাও একটু মানবিক সহযোগিতা পেলে এই সমাজে বিকশিত মানুষ হয়ে উঠতে পারে। বস্ত্র বিতরণ শেষে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন আগত অতিথিরা। এসময় কিন ব্রিজে ঘুরতে আসা শত শত দর্শনার্থী এ আয়োজনটি উপভোগ করেন।

উল্লেখ্য, পথের প্রদীপ পাঠশালা সিলেটের পথশিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে কিন ব্রিজের নিচে ফাঁকা স্থানে প্রতিদিন সন্ধ্যার পর এই শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত