নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০১৯ ১১:০১

আয়কর দিবসে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয় আয়কর দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফানুস উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মোস্তাফিজুর রহমান পিপিএ।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চলের কমিশনার রনজিত কুমার সাহা সহ কর্মকর্তা ও করদাতাবৃন্দ।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাউজিং এস্টেটে কর কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কর কর্মকর্তারা জানান, এবছর সিলেট কর অঞ্চল থেকে ৯৬৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কমিশন। পাশাপাশি নতুন ৪০ হাজার করদাতা সৃজনের লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চলতি করবর্ষে নিয়মিত রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। এ হিসেবে আজসহ আরও দুই দিন রিটার্ন জমা দেওয়া যাবে। মাসের শেষ দুই দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার হলেও এনবিআর সংশ্লিষ্টরা এই দুই দিন কর অঞ্চল খোলা থেকে রিটার্ন জমা নেবে। এবারে ১ ডিসেম্বরও রিটার্ন জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

নিয়মিত রিটার্ন দাখিলের তারিখ শেষ হলেও যুক্তিসংগত কারণ দেখিয়ে এ সময়ের পরেও করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপকর কমিশনারের অনুমতি নিয়ে পরবর্তীতে রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে।

এনবিআর সদস্য কালিপদ হালদার বলেন, নিয়মিত রিটার্ন জমার শেষ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকলেও আমরা রাজস্ব দপ্তর খোলা রেখে রিটার্ন জমা নেব। এ ছাড়া ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করায় ১ ডিসেম্বর রিটার্ন জমার সুযোগ রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত