সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৯ ১৬:০২

‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিত্যক্ত কেন?’

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৫নং ইউপির কমপ্লেক্স পরিত্যক্তের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে ইউনিয়ন চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়েই পরিচালিত হয় ইউনিয়নের যাবতীয় কর্মকাণ্ড। এলাকাবাসী কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চেয়ারম্যানের কাছে জবাব চেয়ে মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিত্যক্ত কেন?’ এই স্লোগানে ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে এবং ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা তারেক আহমেদ রিয়ানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহিত লাল তালুকদার মুন, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ব্যতীত ইউনিয়নের যাবতীয় সেবা গ্রহণ সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স রেখে ব্যক্তিগত কার্যালয়ে ইউনিয়ন নামমাত্র কর্মকাণ্ড পরিচালনার তীব্র নিন্দা জানান। অতিসত্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের যাবতীয় কাজ শুরু করারও আহবান জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত