নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০৮

নয়াসড়কে মসজিদের মিনার ভেঙে রাস্তায়

সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙতে গিয়ে ভেঙে গিয়ে রাস্তায় পড়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে এক মোটরসাইকেল আরোহীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নয়াসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল আরোহী মোস্তাক আহমেদ (৩৫) নগরীর চৌহাট্টা এলাকার বাসিন্দা।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও নয়াসড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছে। চলমান কাজের অংশ হিসেবে সোমবার সকালে মসজিদের মিনার ভাঙার কাজ শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ মিনারটি ভেঙে রাস্তায় পড়ে। মিনারের সঙ্গে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, এসকেবেটর চালক কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করেন। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি। তার ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। এ কারণে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসে উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেটের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কারনাইন জানিয়েছেন, ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ওখানে কাজ করছে।

জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানান তিনি।

ঘটনাস্থলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত