দিরাই প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৪

দিরাইয়ে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু

দিরাই পৌর এলাকায় টিসিবি ডিলারের মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় দিরাই হাই স্কুল রোডে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ ও পৌর মেয়র মোশাররফ মিয়া।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই পৌরসভার কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, উপজেলা যুবলীগ নেতা মসাহিদ মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, ছাত্রলীগ নেতা সুমন সহীদ প্রমুখ।

ডিলার শাহীন মিয়া জানান, প্রতিদিন ১ টন করে পেঁয়াজ বিক্রি করা হবে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা করে বিক্রি করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন।

আপনার মন্তব্য

আলোচিত