সুনামগঞ্জ প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫৭

সুনামগঞ্জে ৪৮ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সদর উপজেলার ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, আবু সুফিয়ান, অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকারসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডলুরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্বাধীনতা উপত্যকা হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধকালীন সময় ডলুরা ৫নং সেক্টরের ‘বালাট’ সাব-সেক্টরের অংশ ছিল। মুক্তিযুদ্ধে এ এলাকাতে যুদ্ধরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষাতে ৬ একর ভূমির উপর ২০০৮ সালের ১২ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা সমাধি সৌধ স্থাপন করা হয়। ডলুরা শহীদ মিনারে ৪৮জন শহীদ মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত