নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০১৯ ০১:৪৭

বিয়ানীবাজারে গরু চুরি ঠেকাতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামে-গ্রামে টহল

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে হঠাৎ করে বেড়ে গেছে গরু-মহিষ চুরির ঘটনা। চুরি ঠেকাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে গ্রামে গ্রামে টহল অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে দ্বিতীয় দিনের টহলে নামেন ইউপি চেয়ারম্যান। এতে আলীনগর ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ত্রিশের অধিক গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। এমন অবস্থায় সোমবার রাত থেকে আলীনগর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই টহল অভিযান শুরু হয়।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন জানান, গত কিছুদিন ধরে এলাকায় গরু-মহিষ চুরির ঘটনা বেড়ে যাওয়ার কারণে ইউনিয়ন পরিষদের সকলের সিদ্ধান্তে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে টহল অভিযান পরিচালনা করছেন। এ লক্ষ্যে সোমবার রাত ১২টা থেকে শুরু করে ভোররাত ৪টা পর্যন্ত তারা বিভিন্ন গ্রামে যান। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও তারা এলাকা পাহারায় নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, এই অভিযানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ এলাকার তরুণেরা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার রাতের এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, মনিরুজ্জামান মনির, আবদুল বাছিত, মাওলানা জোবায়ের আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত