সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৭

চারদফা দাবিতে সিলেটে পরিবহন মালিকদের মানববন্ধন

চারদফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি।
 
সিএনজি অটোরিকশার জরিমানা মওকুফ, সিএনজি অটোরিকশার পার্কিং স্থানে সিটি বাস কাউন্টার স্থাপন না করা, বিআরটিএ হতে ফিটনেস, পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হয়রানি মুক্ত প্রদান করা ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইন নমনীয় করার দাবিতে এ মানববন্ধন করেন তারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরের সিলেট কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রধান করেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি মো. দিলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এতে উপস্থিত ছিলেন জামিল আহমদ লিটন, ইকবাল আহমদ, জালাল আহমদ, বুলবুল, মো. হানিফ মিয়া, আলমগীর মিয়া, ছাব্বির আহমদ, ইয়াহিয়া, অলিউর রহমান বাবুল, বেলাল আহমদ, আনছার আলী, ইউসুফ আলী, জাকির খান, সোনা মিয়া, জাবেদ আহমদ, মিজানুর রহমান, নিজামুর রহমান, নজরুল ইসলাম তালুকদার, দিলোয়র হোসেন, অলক দাস, সোহেল আহমদ, রুমেল আহমদ, সেলিম আহমদ, জামাল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত