বড়লেখা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০১৫ ২২:০৩

বড়লেখার ১৪টি বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজারের বড়লেখায় ১৪টি বাগানে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। সাপ্তাহিক ছুটির দিনের মজুরীসহ দ্রুত দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের দাবীতে সোমবার সকাল ন’টা থেকে এগারোটা পর্যন্ত প্রতীকি কর্মবিরতি পালন করা হয়। নারী-পুরুষ চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে চা বাগানগুলোর কারখানা ও অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসুচী পালন ও সমাবেশ করেছে।

শাহবাজপুর চা বাগানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি শিব শঙ্কর, সর্দার, মানিক কর্মকার, সহ-সভাপতি মেঘনাদ নায়েক, সদস্য অজয় গড়, স্বপন কর্মকার প্রমুখ।
নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ন কালোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শ্রমতি রাজো পাত্র মুন্ডা, বিষু নেপালী, বাবুল বাউরি, সাবিত্রি পাত্রমুন্ডা, শিবচাষা, রাধেশ্যাম রিকমুন।

মোকাম চা বাগানের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ফজল তাতী, বিলাশ মনি তাতী, অধিরাম গোয়ালা, আকলু কৈরী, মহেন্দ্র বাউরি, রনজিত গড়াইত, ক্ষুদিরাম ঘাটোয়ার, সাধন বাউরি, স্বরসতি কানু, শ্যামল বাউরি।

পাথারিয়া চা বাগানে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি সুকদেব মুন্ডা, মঞ্জিত বোনার্জি, শংকরি চাষা, পরেশ বাউরি, বকুল বাউরি, বেহুলা বাউরি।
লক্ষীছড়া চা বাগানে কর্মবিরতি সমাবেশে শ্রমিকদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন দক্ষিণভাগ (উত্তর) ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য লিয়াকত আলী, সমাজসেবক মাসুক আহমদ, পঞ্চায়েত সভাপতি রাজেন্দ্র ভৌমিক, শোকতলা ধর, মাখন ভৌমিক। কেরামত নগর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য শ্রীরমন চন্দ্র ঘোষ, পার্বতী, যোগল ফুলমালি প্রমূখ বক্তব্য রাখেন।    

আপনার মন্তব্য

আলোচিত