ছাতক প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০১৯ ২১:০৪

ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৭ জনের কারাদণ্ড, ড্রেজার জব্ধ

সুনামগঞ্জের ছাতকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার জব্ধসহ ৭জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রামমান আদালত।

শুক্রবার (২০ডিসেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর উত্তর পাড়া এলাকায় সুরমা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।

এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জালাল উদ্দিন(৪০), জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র এরশাদ মিয়া(১৮), ইউসূফ নগর গ্রামের আবুল খয়েরর পুত্র জিয়াউর রহমান(৩৮), ধানু মিয়ার পুত্র শাহব উদ্দিন(৩৭), শরীফপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আইয়ুব আলী(২০) ও সহোদর সামাদ মিয়া(২৬) ও খুজাতপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র পাবেলুর রহমান(২২)কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ড্রেজারটি জব্ধ করে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত