কানাইঘাট প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৯ ১৮:২৮

ফিরে দেখা-২০১৯ : কানাইঘাটে ১১ রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা

২০১৯ সালে কানাইঘাটে ১১টি অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে। এরমধ্যে হত্যাকান্ড রয়েছে একাধিক। এসব অস্বাভাবিক মৃত্যু নিয়ে উপজেলায় বছরজুড়ে চলে নানা আলোচনা সমালোচনা।

জানা যায়, ১ জানুয়ারি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র কালিজুরী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বিরের স্ত্রী সাহিদা বেগম (৫২) নামের এক নারী নিজ ঘরের মাটির দেয়ালের চাপায় পড়ে মৃত্যু হয়। ২ জানুয়ারী পৌরসভার বাইপাস সংলগ্ন সড়কে ট্রাক্টর উল্টে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র হালিম মিয়া (২০) নামের এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ২১ জানুয়ারী চোরাচালান আটক করতে গিয়ে বিজিবির গুলিতে উপজেলার সীমান্তবর্তী লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপির সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে সিরাজ উদ্দিন নামের এক কিশোরের মৃত্যু হয়।

১৪ মার্চ উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামে ৯ মৌজার হাওর এলাকার এজমালী সম্পত্তির টাকার হিসাব নিকাশ নিয়ে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ গংদের মধ্যে ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল গংদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আব্দুল লতিফ পক্ষের আমির উদ্দিন (৫০) মারা যান। ২২ এপ্রিল উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের কাতার প্রবাসী হোসেন আহমদের স্ত্রী দুই সন্তানের জননী সুলতানা বেগম স্বামীর পরকিয়ার দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ১ মে উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের সৈয়দ হোসেনের পুত্র হারুন রশিদ (২৫) মরা আমরী নামক স্থানে লোভানদীতে গাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ৫ মে গভীর রাতে পরকীয়া প্রেমিক মস্তফাকে নিয়ে ঘুমন্ত স্বামী সৌদি আরব প্রবাসী ফারুক আহমদকে গলা কেটে হত্যা করে পাশ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের বাড়ীর সেফটিক ট্যাংকিতে লুকিয়ে রাখেন।

১০ মে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপি’র নিজ গাছবাড়ী নয়াগ্রামের আজির উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী ঝিঙ্গাবাড়ী ইউপি’র খাসের মাটি গ্রামের তুতা মিয়ার মেয়ে জেসমিন আক্তারকে পিটিয়ে হত্যা করে। ২২ মে বুধবার পাওনা টাকার জের ধরে উপজেলার সাতবাঁক ইউপির জুলাই মাঝরচটি গ্রামের জামাল উদ্দিনের পুত্র কার চালক আব্দুল মালিককে সড়কের বাজারে চাকু দিয়ে কুপিয়ে খুন করে দিঘীরপাড় পূর্ব ইউপির লন্তিরমাটি গ্রামের দেওয়ান আব্দুল বাছিত। ১৫ অক্টোবর উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র খুকুবাড়ি গ্রামের ইউসুব আলীর পুত্র হাবিবুর রহমান একই ইউপির লক্ষিপ্রসাদ গ্রামের মুছব্বির আলীর পুত্র উসমান আলীর মটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৭ ডিসেম্বর উপজেলার সদর ইউপি’র উমারগড় গ্রামের ওলিউর রহমানকে জমি নিয়ে বিরোধে তার ছোট ভাই খলিলুর রহমান ও ভাতিজা মামুন রশিদ হত্যা করে ঘরের খাটে শুয়ে রেখে দরজা তালাবদ্ধ করে রাখে।

আপনার মন্তব্য

আলোচিত