জৈন্তাপুর প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৯ ১৯:০১

জৈন্তাপুরে জেএসসিতে পাসের হার ৯৫.২৬%

জুনিয়র স্কুল সার্র্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সালে জৈন্তাপুর উপজেলায় ৬০২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীণ হয়েছেন ৫৭৪৭ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ২২টি প্রতিষ্ঠান থেকে ৩০১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৮১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন পরীক্ষার্থী। উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক শাখা, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল থেকে জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন করে। উপজেলায় পাশের হার ৮৭.৪০%।

অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ১০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৯৩২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন পরীক্ষার্থী। তবে প্রাথমিকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উপজেলায় পাশের হার ৯৭.১৫%।

আপনার মন্তব্য

আলোচিত