সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২০ ০১:০৭

বিয়ানীবাজারের দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবাসী সংগঠনের অনুদান প্রদান

সিলেটের বিয়ানীবাজারের দুই মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে অনুদান দিয়েছে আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে।

শনিবার (৪ জানুয়ারি) বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল) ও আজাদ চৌধুরী একাডেমিতে ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে এই অনুদান প্রদান করা হয়।

এ এম মুহিবুল হাছানের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল খালিক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সিলেট চেম্বারের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক খায়রুল বাশার চৌধুরী, এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি জুবের আহমদ, ইউপি সদস্য এম মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য জাফরুল আহমদ লালন, ইউপি সদস্য আব্দুল বাছিত, ইউপি সচিব আবুল কাশেম, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, জাতীয় তরুণ সংঘের সভাপতি জনাব আব্দুল বাছিত চৌধুরী, সাবেক ইউপি সদস্য খালিকুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল বাছিত, আবুল কালাম, আপ্তাব উদ্দিন, উবেদুজ্জামান চৌধুরী সালাম, মারুফ আহমদ চৌধুরী, কিবরিয়া আহমদ বাবু, রাজু আহমদ, মনোয়ার হোসেন মনাক্কা, সুলেমান আহমদ খান, মছনুন আহমদ, আবুল কাসিম আযাদ, মাহতাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, শরুফ আহমদ, ছহুল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত