সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২০ ০২:২২

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি জয়নাল, সম্পাদক ইকবাল

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার বার্ষিক নির্বাচন ২৩ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির আইনজীবী সহকারী ভবনের ২য় তলার হল রুমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৩৭ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন ১৮১ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শাকিল আহমদ ১১৭ ও আতাউর রহমান চৌধুরী রুকেল ৮৪ ভোট পান। সহ-সভাপতি পদে দিলাজ আহমদ ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থি শাহ মোঃ আব্দুল মতিন ১০৫ ও মোঃ আনোয়ার হোসেন ১২৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন আফাজ ও সহ-সাধারণ সম্পাদক পদে বীরেন্দ্র চন্দ্র মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফখরুল ইসলাম পেয়েছেন ১৬২ ভোট।

প্রচার সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান আতিক ২১৬ পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হোসেন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলিমুন নূর সায়েম পেয়েছেন ১৮৫ ভোট, সদস্য পদে শাহ মোঃ এমাদুল হক রাজন, শেখ হাসানুজ্জামান, নেপুর চন্দ্র গুন, মোহাম্মদ নুরুল হক নাহিদ, সজিব কুমার চন্দ, মোঃ সফিকুর রহমান নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন প্রনয় চক্রবর্ত্তী পোলক ও সহকারি নির্বাচন পরিচালক বিপুল চন্দ্র দাস। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ জমির উদ্দিন ও সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ দিলাল উদ্দিন, সুনিল চন্দ্র পাল নিবাস, শরিফ আহমদ, আমির হোসেন, শংকর কুমার দে।

আপনার মন্তব্য

আলোচিত