শ্রীমঙ্গল প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:১৯

শ্রীমঙ্গলে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত নারী, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা যাছাই বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান ভানুলাল রায় এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মুত্তাকিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিল্লুল আনাম চৌধুরী,সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

শ্রীমঙ্গল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী জানান, সরকারের নতুন এই বাছাই পদ্ধতির মাধ্যমে পর্যায়ক্রমে সব উপকার ভোগী এই কর্মসূচীর আওতায় আসবেন।
প্রসঙ্গত, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ৯৬ জন বয়স্ক ভাতা, বিধবা ভাতা ৩০ জন, প্রতিবন্ধী ভাতা ১৩৮ জন, মোট ২৬৪ জনকে অদ্য উন্মুক্ত ভাবে বাছাই করে ভাতা পরিশোধের বই বিতরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত