নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি , ২০২০ ০৩:০০

ভাষাসৈনিক সম্মাননা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

সিলেটের সাত ভাষাসৈনিককে সম্মাননা প্রদান করেছে সিলেট সিটি করপোরেশন ও অনলাইন সংবাদমাধ্যম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম। রোববার রাতে নগরীর একটি হোটেলের বলরুমে সিলেটের বিশিষ্টজনদের মিলনমেলা বসেছিলো। সিলেটের বিভিন্ন অঙ্গনের প্রায় ছয়শ প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত হন।

ভাষাসৈনিক হিসেবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সম্বাদ আজাদ (মরণোত্তর), সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মরণোত্তর), শিক্ষাবিদ ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী (মরণোত্তর), অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ (মরণোত্তর), কমরেড আসাদ্দর আলী (মরণোত্তর) ও ডা. মো. হারিছ উদ্দিন (মরণোত্তর)-কে সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত, কবি মোফাজ্জল করিমকে সাথে নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটটুডে’র প্রধান সম্পাদক কবির য়াহমদ ও সম্পাদক আব্দুল আলিম শাহ ভাষাসৈনিক ও তাদের পরিবারের হাতে ক্রেস্ট সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।

আবৃত্তিশিল্পী নাজমা পারভীনের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সচিব একে আবদুল মুবিন।

রাজনীতিবিদদের মধ্যে ছিলেন গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

শিক্ষাক্ষেত্রের বিশিষ্টজনদের মধ্যে অধ্যাপক মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি, স্কলার্সহোম'র' প্রিন্সিপাল জুবায়ের সিদ্দিকী, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান রাজন দাশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দে প্রমুখ।

সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার নিজাম উদ্দিন লস্কর ময়না, সুজন সভাপতি আজিজ আহমদ সেলিম, সনাক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, কবি একে শেরাম, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, ডা. নাজরা চৌধুরী, কবি জফির সেতু, পরিবেশ কর্মী আবদুল করিম কিম, আশরাফুল কবির, কবি সুমনকুমার দাশ প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুরর রশিদ রেণু, সাবেক সভাপতি আহমেদ নুর, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি বাপ্পাঘোষ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ওভারসিজ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ প্রমুখ।

পেশাজীবী ও ক্রীড়া সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, চেম্বার পরিচালক ফালাহউদ্দিন আলী আহমদ, সিলেট ওইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, ক্রীড়া সংগঠক শাহেদ মুহিত, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রায় সকল কাউন্সিলর, নারী কাউন্সিলর, কর্মকর্তাসহ সিলেটের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা এ অনুষ্ঠানে হাজির হন। হলভর্তি সুধীজনদের সাথে নিয়ে সম্মান জানানো হয় ভাষাসৈনিকদের।

আপনার মন্তব্য

আলোচিত