সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:৩৩

চীনফেরত হবিগঞ্জের যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন। আইইডিসিআর ল্যাবরেটরিতে ওই যুবকের রক্ত, লালা ও সর্দির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান।

গত রোববার (১৭ ফেব্রুয়ারি) ওই যুবককে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এ মাসের প্রথম সপ্তাহে চীন থেকে দেশে আসেন। ওই যুবকের জ্বর ও সর্দি দেখা দেওয়ায় তিনি নিজে থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসেন।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগ তাঁর রক্ত, লালা ও সর্দির নমুনা আইইডিসিআর ল্যাবরেটরিতে পাঠায়। সেখান থেকে জানানো হয় চীন ফেরত এই যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীমা আক্তার জানান, ওই যুবককে বলা হয়েছে তিনি যেন দুই সপ্তাহ বাড়িতে থাকেন। তাকে ওই সময়টুকু স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে থাকতে পরামর্শ দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত