নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৯:১২

সিলেটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এসএমপির ট্রাফিক নির্দেশনা

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, অনাকাঙ্ক্ষিত যানজট ও জনদূর্ভোগ এড়াতে সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ হতে যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিম্নরূপ ট্রাফিক ব্যবস্থা গ্রহণের কথা জানায় এসএমপির ট্রাফিক বিভাগ।

এতে বলা হয়েছে “২১শে ফেব্রুয়ারি ২০২০ খ্রি. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও অনাকাঙ্ক্ষিত যানজট এবং জনদূর্ভোগ এড়ানোর লক্ষ্যে কুমারপাড়া, নয়াসড়ক, চৌহাট্টা, রিকাবিবাজার, মাজার গেইট এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস-মিনিবাস চলাচল ও পার্কিং না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।”

আপনার মন্তব্য

আলোচিত