নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০২০ ০১:২৫

শ্রদ্ধার ফুল হাতে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় ফুল হাতে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর প্রথম প্রহরের আগে থেকেই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেকেই।

ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় রাত ১২টা ১ মিনিটে সিলেট শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এরপর নতুন ক্রম অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

আপনার মন্তব্য

আলোচিত