বাহুবল প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০২০ ২০:৪৩

বাহুবলে খোয়া যাওয়া হ্যান্ডকাফ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ দুই আসামি পালিয়ে যাওয়ার ২২ ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লামাতাশী ইউনিয়নের কাশিপুর গ্রামের একটি সেতুর কাছ থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোপন সংবাদে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই শাহ আলী হ্যান্ডকাফটি উদ্ধার করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খোয়া যাওয়া এক জোড়া হ্যান্ডকাফ গোপন সংবাদে খবর পেয়ে উদ্ধার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আব্দুল জাহির (৪৫) ও তার ছেলে হৃদয় মিয়া (২০) পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম বাদী হয়ে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত