তাহিরপুর প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০২০ ১৭:৫৮

তাহিরপুরে অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে সভাপতি ও অদ্বৈত রায়কে সাধারণ সম্পাদক করে ৮১সদস্য বিশিষ্ট শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়রসহ সভাপতি মধুসূদন রায়, সহসভাপতি জয়ন্ত রায়, স্মৃতিরতœ দাস, সুধাংশু রঞ্জন দে, শ্রীকান্ত রায়, ক্ষিতিন্দ্র রায়, জন্টু ভূষণ সরকার, রমা কান্ত দেবনাথ, রতন গাঙ্গুলি, নির্মল দেবনাথ, মনিলাল সরকার, দিলিপ কুমার বর্মণ, রবি চন্দ্র দে, নারায়ন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক রঞ্জন তালুকদার, আশিষ রায়, প্রসূন কান্তি দাস, অর্থ সম্পাদক লালমোহন রায়, সহ অর্থ সম্পাদক কাজল রায়, সাংগঠনিক সম্পাদক অরুন অধিকারী, মনোলাল রায় মুন্না, প্রবোধ রায়।

প্রচার সম্পাদক স্বপন কুমার বর্মণ, সহপ্রচার সম্পাদক রাহুল কুমার দে পাপ্পু, দপ্তর সম্পাদক মনধীর রায়, পাঠাগার সম্পাদক দেবব্রত সরকার দেবল, আইন সম্পাদক অ্যাড. অনুপ কুমার ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সেতু রঞ্জন রায়, পর্যটন বিষয়ক সম্পাদক দেবল কিরন তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিন্দ্র চন্দ্র রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রমেন্দ্র কুমার দাস রানু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজিত কুমার বিশ^াস, সহতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পঙ্কজ দেবনাথ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জ্যোতিষ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা অলকা রানী রায়, নাট্য ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মঞ্জু তালুকদার, অনুষ্ঠান সম্পাদক বকুল তালুকদার, জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নবকৃষ্ণ রায়,স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক রিংকু রায়।

নির্বাহী সদস্য কানন বন্ধু রায়, বিজয় তালুকদার বিজু, সিতাংশু শেখর তালুকদার সেতু, অনিমেষ পাল ভানু, হরি ঘোষ, বিদ্যুৎ সাহা, বিভাস দেব, বিকাশ রঞ্জন তালুকদার, জোতিভূষণ তালুকদার, সুকান্ত দেবনাথ, নরোত্তম দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ, অজয় কান্তি তালুকদার দোলন, রেবুল কুমার দাস, কলিঙ্গ চৌধুরি, বাপ্পি তালুকদার, প্রদীপ রায়, হেমন্ত তালুকদার, প্রমদা রায়, নিতাই রায়,অজয় রায়, বাবুল রায়, কমলা কান্ত রায়, অরুন রায়, সমীরণ তালুকদার, সুজিত রায়, জ্যোতিষ দাস, ঝন্টু দাস, ডা. রুপক কুমার দাস, উপেন্দ্র বর্মণ, সুবল চন্দ্র তালুকদার, সুধীর রায়, গনেশ তালুকদার, নিলেন্দু গোস্বামী, মানিক বনিক, দ্বিজেন্দ্র লাল রায়, বিষ্ণুপদ দেব, তরুণ তালুকদার, সুভাষ রায়, মাধব রায়।

আপনার মন্তব্য

আলোচিত