সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ মার্চ, ২০২০ ২১:৪৩

শিশু তুহিন হত্যা মামলার রায় ১৬ মার্চ

সুনামগঞ্জের দিরাইয়ে নৃশংসভাবে খুন হওয়া পাঁচ বছর বয়সী শিশু তুহিন মিয়া হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ১৬ মার্চ ঘোষণা করা হবে। বুধবার (৪ মার্চ) যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এই মামলায় আদালতে ২৬ জন সাক্ষীর সাক্ষগ্রহন শেষ হয়েছে।

গেল বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই নৃশংস হত্যার ঘটনা ঘটে।  ওই দিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের লাশ পাওয়া যায়। এ সময়  তুহিনের শরীরের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা অবস্থায় পাওয়া, এবং  পেটে বিদ্ধ ছিল নাম লেখা দুটি ছুরি। এ ঘটনায় পরদিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।

অন্যদিকে এ ঘটনায় পুলিশ  তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী চাচাতো ভাইকে গ্রেপ্তার করে এবং  ৩০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। তুহিনের ১৭ বছর বয়সী চাচাতো ভাইয়ের বিচার হচ্ছে শিশু আদালতে। অন্যদের বিচার হচ্ছে জেলা দায়রা জজ আদালতে।

আদালতে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার দিন ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিপি শামসুন্নাহার বেগম শাহানা।

আপনার মন্তব্য

আলোচিত