দিরাই প্রতিনিধি

০৮ মার্চ, ২০২০ ২৩:০১

দিরাইয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের দিরাইয়ে ইভটিজিংয়ের দায়ে উপজেলার সরমঙ্গল গ্রামের লাল মিয়ার পুত্র রায়েক মিয়াকে (২০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান বলেন, দিরাই সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে রায়েক মিয়া প্রায়ই উত্ত্যক্ত করতো। একাধিকবার তার অভিভাবকের কাছে নালিশ দিলেও ফল পায়নি ওই ছাত্রীর পরিবার। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল বলেন, ইভটিজিংয়ের দায়ে এক মাসের দণ্ডপ্রাপ্ত রায়েক মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত