মাধবপুর প্রতিনিধি

০৯ মার্চ, ২০২০ ১৫:২৩

পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ভারতে পাচারের সময় সাড়ে ৭ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৯ মার্চ) ভোরে রাজেন্দ্রপুর বিওপির হাবিলদার অরুণ চন্দ্রের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তবর্তী চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পান একজন বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় শুন লাইন অতিক্রম করে ভারতে যাচ্ছে। তখন বিজিবি ওই ব্যক্তিকে ধাওয়া করে।
বিজিবির ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত