সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০২০ ২১:৩৯

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনার রয়েছে সরকারের। মহাসড়ককে ৪ লেনে উন্নয়নের কাজ অচিরেই শুরু হবে। তাই প্রায় ১৫ দিন আগে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করে। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মহাসড়কের উভয় পাশের প্রায় ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ৪লেনে উন্নত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। নিষেধ দেয়ার পরও দোকানপাট নিয়ে বসাতে অলিপুর মহাসড়কের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত