নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২০ ১৩:০৪

কানাইঘাট থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিলেটের কানাইঘাট থানা এলাকা থেকে ইয়াবাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১১ মার্চ)) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি নাহিদ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন সড়কের বাজারস্থ মামুন রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ১৫০ টাকাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. শাহিন আহমেদ (২০), পিতা- মৃত তৈয়ব আলী, সাং- ছোট ফৌদ, থানা- কানাইঘাট, জেলা- সিলেট। স্বপন আহমেদ (৩০), পিতা- মো. বসির আহমেদ, সাং- এরালেগুল (লোহাজুড়ি), থানা- কানাইঘাট, জেলা- সিলেট। নাহিদ আহমদ (১৯), পিতা- মো. সৈয়দুর রহমান, সাং- নক্তিপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত