সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ মার্চ, ২০২০ ২০:২০

সুনামগঞ্জে আরও ৫ জন হোম কোয়ারেন্টাইনে

সুনামগঞ্জে ইতালি, ওমান ও স্পেন ফেরত ৫ জনের পর আরও ৫ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সবাইকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর নতুন ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের সবাই প্রবাসী।

সর্বশেষ হোম কোয়ারেন্টাইনে রাখা ৫ জনের বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। এর আগে রোববার ৩ জন ইতালি, একজন ওমান ও আরেকজন স্পেন ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার প্রবাস ফেরত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়। পরে রোববার (১৫ মার্চ) তাদের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর আরও ৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, প্রবাসী ১০জনকে হোম কোয়ারেন্টাইরেন রাখা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে তাদের মধ্যে কেউ নিজ থেকে আবার কাউকে আমরা সোর্সের মাধ্যমেই খবর দিয়ে কোয়ারেন্টাইন ব্যবস্থায় নিয়ে এসেছি।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশ ফেরতদের একটা লিস্ট আমাদের পাঠানো হয়েছে আজকে (সোমবার)। আমরা সে বিষয়ে খোঁজ খবর নেব। এ ব্যাপারে আমরা নানাভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

 

আপনার মন্তব্য

আলোচিত