নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২০ ১৪:২৬

সিলেটে কোয়ারেন্টিনে আরও ৩২৫, মুক্তি পেলেন ২৪২ জন

সিলেটে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৩২৫ জন। এছাড়া ২৪২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটের একজন, সুনামগঞ্জ ১১২ জন, হবিগঞ্জে ২১০ জন ও মৌলভীবাজারে ২ জন।

গত ২৪ ঘন্টায় আরও ২৪২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৩২৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪১৫ জন।

আপনার মন্তব্য

আলোচিত