মাধবপুর প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ১৯:৫৮

আনসারীর জানাজায় অংশ নেয়ায় মাধবপুরে ৪ মাদ্রাসা শিক্ষক কোয়ারেন্টিনে

হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেডতলায় আল্লামা জুবায়ের আহমেদ আনসারী জানাজায় অংশগ্রহণকারীদের কোয়ারেন্টিনে রাখতে প্রশাসন মাঠে নেমেছে। জানাজায় অংশ নেয়া মাধবপুর পৌরশহরের শ্যামলীপাড়া জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসার ৪ শিক্ষকের কোয়ারেন্টিন নিশ্চিত করেছে প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার তাদেরকে ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশ দেন।

শনিবার (১৮ এপ্রিল) ওই মাদ্রাসার ৪ শিক্ষক জুবায়ের আহমেদ আনসারীর জানাজায়া অংশ নেন। সরাইলের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় তারা ছাড়াও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মুসল্লি জানাজায় শরিক হন। এতে করে মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান প্রশাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর সীমান্ত আগে থেকেই একটি চেকপোস্ট বসানো ছিল। পুলিশ সুপারের নির্দেশে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কোন যাত্রীবাহী ছোট বড় গাড়ী প্রবেশ ও বাহির হতে দেইনি। আনসারী হুজুরের জানাজার দিন পুলিশ চেকপোস্টে কঠোর অবস্থান নেওয়া হয়।

মাধবপুর সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইঞা বলেন, ওই দিন মহাসড়কে কঠোর নজরদারী ছিল। ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কোন যাত্রীবহনকারী কোন গাড়ি চেকপোস্ট পার হতে দেয়নি। বিকল্প পথে আনসারী হুজুরের জানাজায় মাধবপুর উপজেলা সদরসহ অনেক এলাকা থেকে কয়েকশ ভক্ত, অনুসারী অংশ নেন।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, কারা এ জানাজায় অংশ নিয়েছিলেন। তা খোঁজ খবর নিয়ে মাধবপুরে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রশাসন কাজ করছে। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করবো। শ্যামলীপাড়ার মহিলা মাদ্রাসার শিক্ষকরা অংশ নিয়েছিলেন জেনে তাদের ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ।

আপনার মন্তব্য

আলোচিত