নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২০ ২১:৪২

৭ লক্ষ টাকা বাসা ভাড়া মওকুফ করলেন সিলেটের প্রবাসী চার ভাই

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সব ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের প্রবাসী চার ভাই।

সিলেট ও সুনামগঞ্জের ফ্লাট, কলোনিসহ প্রায় ২শ পরিবারের ৭ লক্ষ টাকা বাসা ভাড়া মওকুফ করেছেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন শামিম, শাহিন আহমেদ, শামছুল ইসলাম ও মামুনুর রহমান। সেই সাথে তাদের ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের ১৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করেছেন তারা।

প্রচারবিমুখ এ পরিবারের সদস্যরা নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত গাভীর দুধও বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও রমজানে প্রতিদিন ৩শ পরিবারের মধ্যে ইফতার পৌঁছে দেয়ারও উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রবাসী উদ্যোক্তা মামুনুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে সময়টা বেশ খারাপ যাচ্ছে দেশের সাধারণ মানুষের। মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেক পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে কাউকে বলতেও পারছেন না। এ সংকট মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী গোপনে পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মাসের ভাড়া নেব না। এভাবে অন্য বাসার মালিকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের বলে জানান এ উদ্যোক্তা।

আপনার মন্তব্য

আলোচিত