নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২০ ০০:২২

করোনায় সিলেটের দুস্থদের পাশে ইসকন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এমনই আর্তমানবতার সেবায় ঘরবন্দি মানুষের পাশে এগিয়ে এসেছে সিলেটের ইসকন।

সিলেটের বিভিন্ন এলাকায় ঘরবন্দি দরিদ্র মানুষদের জন্য রান্না করা খাবারের আয়োজন করে চলেছে ইসকন সিলেটের নেতৃবৃন্দরা। প্রতিদিন ৫০০ পরিবারের জন্য তারা সবজি, ডাল ও ভাত রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মোহন গোবিন্দ দাস ব্রহ্মচারী, সংকীর্তন নিতাই দাস ব্রহ্মচারী ও ঈশান নিমাই দাস ব্রহ্মচারীর নেতৃত্বে একদল তরুণ ভক্ত রান্না করা খাবার নগরীর পরিচ্ছন্ন কর্মী এবং বিভিন্ন বস্তিতে বস্তিতে বিতরণ করেন।

ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় অনেকেই খাদ্য সংকটের মতো মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। এ জন্যই ইসকন সিলেট এ রকম পরিবারগুলোর জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে।

সবাই যাতে এই কঠিন সময়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় মহারাজ সবার উদ্দেশে এমন আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত