তাহিরপুর প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ২২:৩৭

তাহিরপুরে ধান খলায় নিতে আ. লীগ নেতার বাধা

সুনামগঞ্জের তাহিরপুর মাটিয়ান হাওর থেকে সরকারি সড়ক ব্যবহার করে ধান খলায় নিয়ে যেতে বাধা বাধা দিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রতনশ্রী গ্রামের ইকবাল হোসেন তালুকদার। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কৃষকরা ধানের বোঝা নিয়ে খলায় নিয়ে যান।

রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, তাহিরপুর উপজেলার দ্বিতীয় বৃহৎ বোর ফসলী ধানের হাওর মাটিয়ান হাওর। রোববার সকাল বেলা রতনশ্রী গ্রামের সকল কৃষক ও ধান কাটার শ্রমিকরা মাটিয়ান হাওরে ধান কাটতে যান। ধান কেটে নিয়ে আসার পথে সরকারি সড়কের চারপাশে বাঁশের বেড়া দেখতে পেয়ে কৃষকরা তাহিরপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিনকে ফোনে জানান।

বিজ্ঞাপন

পরে ইউপি সদস্য কামাল উদ্দিন তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে তাহিরপুর থানার এএসআই কবীর আহমেদ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া খুলে দেন।

ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, তাহিরপুর থানা পুলিশের সহায়তায় কৃষকরা তাদের জমির ধান কেটে খলায় নিয়ে আসতে পেরেছে।

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার বলেন, ইকবাল হোসেন তালুকদার একজন আওয়ামী লীগ নেতা। একজন নেতা হয়ে তিনি এ কাজটি ঠিক করেননি।

তাহিরপুর থানার এএসআই কবীর আহমেদ বলেন, সরকার কৃষকদের ধান কাটার বিষয়ে দেশের সকল শ্রেণীর মানুষকে সহযোগিতা করতে বলেছেন। যিনি কৃষকদের সাথে এমন আচরণ করেছেন নিঃসন্দেহে তা নিন্দনীয়।

এ বিষয়ে ইকবাল হোসেন তালুকদারের ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত