বড়লেখা প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২০ ২২:৪৮

বড়লেখায় করোনা শনাক্ত হওয়া নারীর বাসা লকডাউন

মৌলভীবাজারের বড়লেখায় করোনা শনাক্ত নারীর (২৮) বাসা লকডাউন করা হয়েছে। তিনি একজন গৃহিনী। তাঁর স্বামী একজন সরকারি চাকরিজীবী। বাসায় রেখেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ এপ্রিল) রাতে সিলেট থেকে ওই নারীর করোনা পজেটিভ হওয়ার তথ্য জানানো হয়েছে। এরপর রাতেই বাসাটি লকডাউন করা হয়। বাসাতেই তিনি অবস্থান করছেন। ওই নারী অন্য জেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় তাঁর স্বামীর করোনা নেগেটিভ এসেছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস মুঠোফোনে বলেন, ‘একজন নারীর করোনা শনাক্ত হয়েছে। তাঁর বাসা লকডাউন করা হয়েছে। সোমবার আরো চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত