নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২০ ১৯:৪৪

শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ২৭ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালেই তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন।

যুবকের মৃত্যুর ও ভর্তির সত্যতা নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

বিজ্ঞাপন

তিনি বলেন, মৃতের মধ্যে করোনার লক্ষ্মণ ও উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নিচ্ছি। নমুনা সংগ্রহ করে আগামীকাল সকালে আমরা ল্যাবে পাঠাবো।

এদিকে পরিবারের কাছে মৃতের মরদেহ হস্তান্তর করা হলেও কম সংখ্যক মানুষ নিয়ে দেহের সৎকার করার জন্য বলে দেয়া হবে বলেও জানান তিনি।

রোগীর পরিচিতজন সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে গত দুইদিন থেকে জ্বর ও শ্বাস-প্রশ্বাস জনীত সমস্যা দেখা দিয়েছিলো। এছাড়া তিনি বেশ কয়েকদিন থেকে ডায়াবেটিস রোগেও ভুগছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত