বড়লেখা প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২০ ২৩:৪৬

বড়লেখায় বিপাকে পড়া মানুষদের পাশে এক ব্যবসায়ী

করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বিপাকে পড়া মানুষদের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবী সাইদুল ইসলাম। তার ব্যক্তিগত উদ্যোগে বড়লেখা পৌরসভা ও আশপাশের এলাকার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া কর্মসূচির মাধ্যমে ২ হাজার ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। মোট ৪ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই ব্যবসায়ী। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আল ও ডাল। তার এ সহায়তা অব্যাহত আছে। প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। ব্যবসায়ী সাইদুল ইসলামের বাড়ি বড়লেখা পৌরসভার গাজিটেকা (আইলাপুর) গ্রামে।

সমাজসেবী সাইদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে বিপাকে আছেন। অনেকে অসহায় হয়ে গেছেন। যাদের কারো সাহায্য নিয়ে চলতে হত না। নিজেদের ব্যবসা বা কর্ম দিয়ে সচ্ছল জীবন যাপন করছিলেন। হঠাৎ করে বিপাকে পড়েছেন। এরকম মানুষকে চিহ্নিত করে পাশে থাকার চেষ্টা করছি। এটা অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত