নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২০ ২১:৪১

সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান

১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের বালাগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ মে) ১১টা থেকে ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর পৃথক দুইটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও লে. কমান্ডার ফয়সল আহমদ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. আামিরুল ইসলাম মাসুদ ও সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, সিলেটের বালাগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিæ, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১০ টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত