জুড়ী প্রতিনিধি

১৬ মে, ২০২০ ১৯:৪৯

জুড়ীতে পুলিশের সহায়তা কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে পুলিশের সহায়তা কার্যক্রম। শনিবার (১৬ মে) কর্মহীন ৫০ পরিবারের মধ্যে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জুড়ী থানায় এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাদেক কাউছার দস্তগীর।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নির্দেশে করোনার দুর্দিনে দুঃস্থ মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মানবিক পুলিশিং কার্যক্রম মানবতার আধার ‘সম্প্রসারিত বিট পুলিশিং গরীব দুঃখীর খোঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি’ এই স্লোগানকে সামনে রেখে জুড়ী থানায় ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুরু করি। এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন জুড়ীর মানুষকে সহায়তা করা হবে।

শনিবার কার্যক্রমের প্রথমদিন জুড়ী থানার বিভিন্ন এলাকার ৫০ টি পরিবারকে ৫ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত