সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০২০ ০২:০৭

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে অনলাইন প্রতিবাদ

ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮ বাতিলের দাবিতে অনলাইনে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে মৌলভীবাজারের অনলাইনভিত্তিক গ্রুপ "কবিতায় আড্ডা" ৷ শনিবার (১৬ মে) রাত আটটায় "গণবিরোধী আইন বাতিলের জন্য কবিতা পাঠ" শীর্ষক প্রতিবাদী কর্মসূচী শুরু হয়, দুঘন্টা ব্যাপী অনলাইনে এই প্রতিবাদ কর্মসূচীটি পালিত হয়৷

কবিতায় আড্ডা গ্রুপের এডমিন সজিব তুষারের সঞ্চালনায় প্রতিবাদী এ কর্মসূচীতে গান পরিবেশন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল ও সংগীত শিল্পী অনুরাধা রায় অর্পা।

সংহতি বক্তব্য প্রদান করেন- রাষ্ট্রচিন্তা'র সদস্য সারোয়ার তুষার, সাংবাদিক হৃদয় দাশ শুভ।

উক্ত কর্মসূচিতে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্য রাখেন কবি সৈকত আমিন, কবি অনির্বাণ সূর্যকান্ত, কবি শিমুল চৌধুরী দ্রুব, কবি রিমঝিম আহমেদ, কবি জাবেদ ভূঁইয়া, কবি বায়োজিদ হোসেন, কবি শাহীন ইকবাল প্রমুখ৷

প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন একটি গণবিরোধী আইন, মানুষের বাকস্বাধীনতার টুটি চেপে ধরেছে এই আইনটি৷ সাম্প্রতিক সময়ে এই আইনের আওতায় একাধিক ব্যাক্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে যার মধ্যে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট সবাই আছেন৷ এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা কে পুরোপুরি খর্ব করা হচ্ছে৷

রাষ্ট্রচিন্তা'র সদস্য সারোয়ার তুষার বলেন, কিছুদিন আগে রাষ্ট্রচিন্তা'র দিদারুল ইসলামসহ আরও বেশ কয়েকজনের নামে এই আইনে মামলা করা হলো৷ কিন্তু দিদারসহ অন্যদের বিরুদ্ধে কোন স্পেসিফিক অভিযোগ না থাকার পরও তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হলো৷ আইন তৈরী হয় জনগনের ভালোর জন্য কিন্তু স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক স্বাধীনভাবে যদি কথা না বলতে পারে তাহলে এই আইনটি আসলে কার স্বার্থে বানানো হলো!

সাংবাদিক হৃদয় দাশ শুভ তার বক্তব্যে বলেন, এই আইনটি সংসদে পাশ করার আগে থেকেই বাংলাদেশের পত্রিকা সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড এর বিরোধীতা করে আসছিলো, এই আইনে গত দুইমাসে ১২জন সাংবাদিককে আটক করা হয়েছে৷

এসময় বক্তারা রাষ্ট্রচিন্তার দিদারুল, কার্টুনিস্ট কিশোর, সাংবাদিক কাজলসহ এই আইনে আটকৃতদের নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানােনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত