সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২০ ১২:৫০

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আবু তাহের মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘ দিন মস্তিষ্ক ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে আবু মনজুর সাইফ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বাদ জোহর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে আবু তাহেরের জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আবু তাহেরের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।

শিল্পী আবু তাহেরের সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ২৯ জুলাই। ধানমন্ডির গ্যালারি চিত্রকে ১২ দিনের সেই প্রদর্শনী সাজানো হয়েছিল তেল রং, জল রং, অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৫টি চিত্রকর্ম দিয়ে। এছাড়া ২০১৭ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনীর অন্যতম উদোক্তা ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত