সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০২১ ১৩:৪৩

এলো বিকল্প চাবি, চলল ট্রেন

সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রী নিয়ে ভোর ৬টায় ঢাকার উদ্দেশে ট্রেন রওনা দেয়ার কথা ছিল ট্রেনের। কিন্তু চাবি খোয়া যাওয়ায় সকাল ১০টায় চালু করতে হয়েছে ট্রেন। চাবি চুরি যাওয়ায় নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করতে হয়েছে।

ট্রেনের পরিচালক হাজি আফজাল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি এসে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

তিনি জানান, রাতে প্ল্যাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিলে। তবে কীভাবে এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত