সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২২ ২১:৫৮

জামিনে মুক্ত হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব

জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় মাওলানা জুনায়েদ আল হাবীবের কাছের একাধিক সূত্র মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

তার ছেলে মাহমুদ আল হাবীবও ফেসবুক পোস্টে বাবার মুক্তির কথা জানিয়েছেন।
 
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১৭ এপ্রিল ২০২১ রাজধানীর বারিধারা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাছাড়া ২০১৩ সালের হেফাজতে ইসলামের সহিংসতার একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত