
১১ জুলাই, ২০২৪ ১২:৫০
কক্সবাজার শহরে ভারি বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানান সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
প্রাণ হারানো দুইজন হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫)।
স্থানীয়দের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, বুধবার গভীর রাত থেকে কক্সবাজার শহরে টানা মাঝারি ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে সিকদার বাজার এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামের বাড়ির ওপর আকস্মিক পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেয়াল ভেঙে এক শিশু ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে। পরে স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি জানান, ভোরে কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকায় আলাদা পাহাড় ধসের ঘটনায় জমিলা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ভোরে জমিলা আক্তার রান্নাঘরের পাশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার স্বামী আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন। আকস্মিক পাহাড় ধসে পড়লে জমিলা মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো দুজনের মরদেহ বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে আছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য