সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০২৪ ২৩:০৪

কুষ্টিয়ায় মাহবুব-উল আলম হানিফের বাসায় হামলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবু উল আলম হানিফের কুষ্টিয়াস্থ বাসায় হামলা চালিয়েছে দুস্কৃতিকারীরা।

রোববার (০৪ আগস্ট) সন্ধ্যার দিকে একদল লোক শহরের কাস্টম মোড়-সংলগ্ন পিটিআই রোডের বাসায় এ হামলা চালানো হয়। তবে এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে দুস্কৃতিকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

হামলার সময় ওই বাড়িতে তেমন কেউ ছিল না বলে জানা যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা মজমপুর ও ছয় রাস্তা মোড় থেকে একত্রিত হয়ে শহরের পিটিআই রোডের হানিফের বিশলাকার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির সামনের কাচ ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে এবং সামনের টংঘর ভেঙে ফেলে এবং অগ্নিসংযোগ করে।

তবে অগ্নিসংযোগে তেমন ক্ষতি হয়নি বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যায়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সেখানে পুলিশ পাঠানো হলে ছত্রভঙ্গ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার মন্তব্য

আলোচিত