সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৬ ১৯:১০

‘রাজাকারপুত্র’ আ.লীগ প্রার্থীর টাকার মালা পরে ভোটের প্রচারণা

গলায় টাকার মালা পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক আওয়ামীলীগ প্রার্থী।  

চতুর্থ দফার নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আ ন ম শওকত হাবিব লজিক নিজ এলাকায়  ‘রাজাকারপুত্র’ বলে পরিচিত।

একে তো  ‘রাজাকারপুত্র’ তাঁর উপর টাকার মালা পরে উদ্ভট’ প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ  বলে জানা গেছে।  

এলাকাবাসীসূত্রে জানা যায়,  তাঁর পিতা আজহারুল ইসলাম তালুকদার একাত্তরে পাকিস্তানের পক্ষে ক্ষেতলাল থানা শান্তি ও প্রতিরক্ষা কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী ফকির জানান, একাত্তরে ক্ষেতলাল থানা শান্তি ও প্রতিরক্ষা কমিটির কোনো সদস্যের সন্তানকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না করতে তারা আবেদন জানিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত একজন মনোনয়ন পেয়েছেন।

এদিকে টাকার মালা পরে নির্বাচনী প্রচারণা নির্বাচনী আইনের বিধি বহির্ভূত হলেও এখন তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র: চ্যানেলআই অনলাইন

আপনার মন্তব্য

আলোচিত