সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৬ ২০:৫৭

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে।

রোববার (১ মে) সন্ধ্যায়  ঝড়ের ঠিক পরেই সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ।

এই আগুন জনতা টাওয়ারেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।

ব্যবসায়ীদের কয়েকজন জানিয়েছেন, এখানে সর্বমোট ৩৯৬টি দোকান রয়েছে। আগুনে ব্যবসায়ীদের নানারকম মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দোকানগুলো মূলত কাঁচামালের।

হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের লাইন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভেতরের দিকে সবগুলো দোকানই পুড়ে গেছে। এখনো আগুনের তীব্রতা রয়েছে। ক্ষতির পরিমাণ ২০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত